ভোরের ডাক-দেশালোকে সংবাদ প্রকাশ: রামগতিতে ৩সেতুর সংষ্কার কাজ শুরু Sarwar Sarwar Miran প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪ দেশালোক: গত ২১আগস্ট বুধবার বহুল প্রচারিত দৈনিক ভোরের ডাক পত্রিকার ৭নম্বর পাতায় গ্রাম বাংলা বিভাগে প্রকাশিত “রামগতিতে যে কোন সময় ধসে পড়তে পারে ৩টি সেতু” শিরোনামে সংবাদ প্রকাশের পর সেতুগুলো সংষ্কারের কাজ শুরু করেছে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগ। ২৫ আগস্ট (রবিবার) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিবিরহাট-রামগতি বাজার ৫কিলোমিটার সড়কের ৭মিটার দৈর্ঘ্যের রাশিওয়ালা তেহমুনি মোড়ের সেতুর সংস্কার কাজ চলছে। অন্য দুটি সেতু অর্থাৎ ১০মিটার দৈর্ঘ্যের দক্ষিন চর চরমিজ (হুরিগো তেহমুনি) সেতু এবং মালি বাড়ি সংলগ্ন ১৫মিটার বেইলি সেতু পরিদর্শন শেষে সংষ্কার কাজ করা হবে৷ স্থানীয় আবদুল গনি, আবদুর রবসহ বেশ কয়েকজন জানান, সংষ্কার কাজের উদ্যোগ নেওয়ায় আমরা খুবই খুশি। পাশাপাশি কাজগুলো যেন টেকসই এবং মানসম্মত হয় সেটা নিশ্চিত করার দাবি করেন তারা। লক্ষ্মীপুর জেলা সড়ক ও জনপদ কার্যালয়সূত্রে জানা যায়, সংবাদে প্রকাশিত তিনটি সেতুই ঝুঁকিপূর্ণ। এছাড়াও অতি গুরুত্বপূর্ণ হওয়ায় আলেকজান্ডার – সোনাপুর সড়কে নিবিয়ল মোডের একটি সেতু এর আগে ধসে পড়ায় সেখানে বেইলি সেতু সংস্থাপনের কাজ চলমান রয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে সবগুলোর কাজ করা হবে। তবে রামগতিতে ইতিমধ্যে একসাথে বেশ কয়েকটি সেতুতে সমস্যা দেখা দেওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে। রয়েছে জোয়ারের স্রোত। এসব কাজে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতাও দরকার। বিভাগের নির্বাহি প্রকৌশলী জহিরুল ইসলাম দৈনিক ভোরের ডাককে ধন্যবাদ জানিয়ে বলেন, জনদুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশ করার আমরা প্রকৃত অবস্থা জানতে পারছি। এক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হয়। রামগতি উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা প্রশাসক সৈয়দ আমজাদ হোসেন জানান, বাকি দুটি সেতুর সংষ্কার কাজের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই দিন ভোরের ডাক অনলাইন ভার্সন এবং আঞ্চলিক জনপ্রিয় ওয়েব পোর্টাল দেশালোক ডটকমে গুরুত্ব সহকারে উক্ত সেতুগুলোর সম্ভাব্য ধসে পড়া নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। SHARES উপকূল বিষয়: