রামগতি বিবিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা Sarwar Sarwar Miran প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫ গোলাম রব্বানী: রামগতি বি.বি.কে (বাণী ভবানী কামেশ্বরী) পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি, সোমবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এসব আয়োজন সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দিদার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনরি পরিচালনা কমিটির সভাপতি মীর ফরহাদ হোসেন পস্তু, অভিভাবক প্রতিনিধি গোলাম সারওয়ার, রামগতি আহমদিয়া কলেজের ডেমোনেস্ট্রটর আবুল খায়ের ও মীর খবির মিয়াসহ প্রমুখ ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক মো: ইশতেয়াক উদ্দিন মেহেরাজ । সকাল ১০টায় ১ম পর্বে পর্বে কোরআন তেলওয়াত, গীতাপাঠ, জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান, বিকেল ৩টায় অনুষ্ঠানের ২পর্বে বিতর্ক প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী দেরকে মেধা তালিকা ও বিভিন্ন ইভেন্টে প্রায় শতাধিক শিক্ষার্থীকে নানান অর্জনে পুরষ্কার প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। SHARES উপকূল বিষয়: