রামগতি-কমলনগরে এনটিভি অনলাইন প্রতিনিধি হলেন আসিফ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

দেশালোক:

দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি’র রামগতি-কমলনগর উপজেলা দুটির অনলাইন প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আরেফিন রশিদ আসিফ। ২৮ জানুয়ারি, মঙ্গলবার রাজধানী ঢাকার কাওরান বাজারস্থ প্রধান কার্যালয়ে এ নিয়োগপত্র তুলে দেন এনটিভি অনলাইনের ব্যবস্থপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ।

আসিফ রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির দপ্তর সম্পাদক। এর আগে তিনি জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার রামগতি উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি লক্ষ্মীপুুুুরের রামগতি পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো: শাহীর শাহ এবং বিবি রহিমা দম্পতির বড় সন্তান।

আসিফ ছোট বেলা থেকে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির প্রতি আগ্রহ থেকে ভিডিও কনটেন্ট এবং এডিটিং বিষয়ে যুক্ত হন। পাশাপাশি তার মামা দৈনিক জনকন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক এবং রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সভাপতি রিয়াজ মাহমুদ বিনু’র হাত ধরে সাংবাদিকতায় যুক্ত হন। এছাড়াও স্ক্রিপ্ট রাইটিং, গ্রাফিক্স, ভিডিও এডিটিং, ভয়েস রেকডিং, ড্রোন পরিচালনা, ক্যামেরা শট, সিনেমাটিক ভিডিও ধারন ও গ্রিম্বল চালনার অভিজ্ঞতা রয়েছে তার।

আসম আবদুর রব সরকারি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হয়ে ডিগ্রি (পাস) কোর্সে ভর্তির অপেক্ষায় থাকা আসিফ পড়ালেখার পাশাপাশি ভিডিও কনটেন্ট নিয়ে কাজ করার পাশাপাশি সাংবাদিকতায় যুক্ত হতে এনটিভির নিয়োগকার্যক্রমে অংশ নেন। ভবিষ্যতে এ পেশায় সুনামের সাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।