রামগতির বড়খেরীতে কৃষকদলের কৃষক সমাবেশ Sarwar Sarwar Miran প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি, বুধবার বিকেলে স্থানীয় বড়খেরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩মাসব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশ করে বিএনপির অন্যতম এ অঙ্গ সংগঠন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব সিরাজ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সিনিয়র সভাপতি বদরুল ইসলাম শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাধারণ মো: দিদার উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শিবলী নোমান, চরগাজী ইউনিয়ন বিএনপির সভাপতি মীর ফরহাদ হোসেন পস্তুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন বড়খেরী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: জমির এবং পরিচালনা করেন সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ চৌধুরী। SHARES উপকূল বিষয়: