কেন্দ্রীয় সমন্বয়ক রাকিবের উপর হামলার প্রতিবাদে রামগতিতে বিক্ষোভ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

দেশালোক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহি কমিটির সদস্য, ঢাকা কলেজের শিক্ষার্থী মো: রাকিব এর উপর পুলিশের হামলার প্রতিবাদে রামগতিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ২৯ জানুয়ারি, বুধবার বিকেলে উপজেলা রামদয়াল বাজার ও আবদুল হাদী কলেজে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে উপজেলার সর্বস্তরের সাধারন ছাত্র জনতা নামের একটি সংগঠন।

এতে উপস্থিত ছিলেন- লক্ষ¥ীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মো: সাকিব আহম্মেদ, রামগতি উপজেলা সমন্বয়ক মিনহাজুল ইসলাম রাজু, চর রমিজ ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম রহমান ইফতি। এছাড়াও উপস্থিত ছিলেন ফয়সাল আহম্মেদ, আব্দুল হাদী কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি প্রার্থী মাহমুদ জিহাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহি কমিটির সদস্য মো: রাকিবের উপর পুলিশের পূর্বপরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, মো: রাকিব রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং ঐতিহ্যবাহি ঢাকা কলেজ এর শিক্ষার্থী। গত শনিবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকার সাত কলেজ এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষাথীদের মধ্যে সংঘর্ষে পুলিশের হামলার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।