রামগতিতে অগ্নিকান্ডে ২০দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি Sarwar Sarwar Miran প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে আগুনে পুড়ে ছাই হয়েছে ২০টি দোকান। ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভোর ৬টার সময় উপজেলার চরগাজী ইউনিয়নের রামগতি বাজার মীর রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আরো ৫টি দোকান আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে চরগাজী ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফর্মার বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পান। এ সময় ঘটনাস্থলে এসে স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখেন। পাশ্ববর্তী একাধিক দোকানে গ্যাসের সিলিন্ডার থাকায় তা ক্রমাগত বিস্ফোরন ঘটতে থাকে। আগুনের তীব্রতার কারনে স্থানীয়রা চেষ্টা করেও নিয়ন্ত্রনে আনতে পারছিলেন না। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পরিষদ ভবন সংলগ্ন তছলিমের তেল দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। তেল ও গ্যাস সিলিন্ডারের কারনে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। তেল ব্যবসায়ী তছলিম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো: আবদুর রহিম জানান, ভোরে মসজিদের মাইকে আগুন লাগার খবর পেয়ে বাজারে আসছি। কিছুই রক্ষা করতে পারিনি। ডিজেল, অকটেন, কেরোসিনসহ বিভিন্ন মালামাল পুড়ে ২০লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রামগতি ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক মো: জাকির হোসেন জানান, আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। রামগতি থানার ওসি মো: কবির হোসেন জানান, স্থানীয় তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুন লেগেছে। তেল ও গ্যাস থাকায় বিস্ফোরনের পর ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। না হয় আরো অনেক বেশি ক্ষয়ক্ষতির আশংকা ছিল। SHARES উপকূল বিষয়: