রামগতিতে করস্থানের জমি নিয়ে বিরোধ, ইউপি সদস্যসহ আহত ৬

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

দেশালোক:
লক্ষ্মীপুরের রামগতিতে কবরস্থানের জমি নিয়ে সমস্যার জেরে মানববন্ধনের প্রস্তুতিকালে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ ৬জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রামগতি বাজার আহমদিয়া ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় বড়খেরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইয়াকুব আলী সওদাগর বাড়ির দরজায় এনামুল হক ৪ ডিসিমেল জমিতে তিন যুগ ধরে পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছেন। এ কবরস্থান এবং আশপাশ ঘিরে একই বাড়ির জসিম উদ্দিন জোরপূর্বক একতলা ভবন নির্মাণ করার চেষ্টা করে আসছেন। এর বিরোধিতা করে স্থানীয় থানা, পুলিশ সুপার এবং আদালতে একাধিক মামলা এবং আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরেও ভবন নির্মানের চেষ্টা করছেন।
এ ঘটনায় মানববন্ধন করার প্রস্তুতিকালে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য ওমর ফারুক, এনামুল হকের ছেলে আরিফসহ দু পক্ষের অন্তত ৬জন আহত হয়েছে।

আহত ইউপি সদস্য ওমর ফারুক জানান, দু পক্ষের হয়ে বিষয়টি মীমাংসার জন্য উপস্থিত হলে জসীম উদ্দিন, লিটন, খোকন, রাকিবসহ বহিরাগত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে আমি মারাত্মকভাবে জখম হই।

আহত এনামুল হক জানান, এ জায়গাটি গত তিনযুগ ধরে পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছি। বর্তমানে এখানে ৩০টিরও বেশি কবর আছে। গত মাসেও এখানে মৃতদেহ কবর দেয়া হয়েছে। ভবন নির্মানে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও প্রতিপক্ষরা ভবন নির্মানের কাজ করছেন। এর প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন করতে গেলে আমরা হামলার শিকার হই।

রামগতি থানার ওসি মো: কবির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।