রামগতিতে স্বেচ্ছাসেবক পরিষদের ইফতার আয়োজন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

দেশালোক:

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র অন্যতম অংগ সংগঠন স্বেচ্ছাসেবক পরিষদ রামগতি উপজেলা শাখার উদ্যোগে ইফতার আয়োজন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ, সোমবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন একটি রেস্তোরাঁয় এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন।

উপজেলা স্বেচ্ছাসেবক পরিষদ আহবায়ক আবদুল্লাহ আল নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন
উপজেলা স্বেচ্ছাসেবক পরিষদের যুগ্ম আহবায়ক  জিয়াউর রহমান রাজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, পৌর জেএসডি সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মেম্বার, উপজেলা জেএসডি সহসভাপতি আবুল হাসানাত মেহেদী,  সদস্য মেজবাহ উদ্দিন, স্বেচ্ছাসেবক পরিষদের যুগ্ম আহবায়ক সাদ্দাম পাশা, নুরে আলম মন্টু, পৌর আহবায়ক নুরুল মোমিন, যুগ্মআহবায়ক নাজমুল ইসলাম আলো, মো: মিরাজ, নুর উদ্দিন জুয়েল, শ্রমিকজোটের পৌর সভাপতি মো: সিদ্দিকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার সবকটি ইউনিয়ন এবং পৌর স্বেচ্ছাসেবক পরিষদের আহবায়ক,  যুগ্ম আহবায়কসহ তিন শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা আগামী দুই মাসকে সাংগঠনিক কার্যক্রম মাস হিসেবে ঘোষণা করে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করার আহবান জানান। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নেতা আসম রবের হাতকে আরো শক্তিশালী করার নির্দেশনা দেন।