রামগতিতে একই র‌্যালিতে বিএনপি-আ.লীগের একাধিক নেতা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫

দেশালোক: 

লক্ষ্মীপুরের রামগতিতে পতিত আওয়ামীলীগ সরকারের আমলে নৌকা প্রতিকে নির্বাচিত চার ইউপি চেয়ারম্যানসহ বিএনপির একাধিক নেতার একই র‌্যালিতে অংশ নেওয়া হাসোজ্জ্বল একাধিক ছবি সর্বত্রই ছড়িয়ে পড়ছে। এ নিয়ে আলোচনা-সমালোচনায় সরগরম সাধারণ মানুষ থেকে নেটিজেনরা।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি সভা ও র‌্যালিতে অংশ নেওয়া এমন একটি ছবি রাতে পোস্ট করা হয় উপজেলা নির্বাহি কর্মকর্তার ফেসবুক আইডিসহ একাধিক আইডি থেকে। এরপর থেকেই ছবিটি ঘিরে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

র‌্যালির এ ছবিটিতে দেখা যায়, উপজেলা নির্বাহি কর্মকর্তার ডান পাশে রয়েছেন চর আবদুল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন মঞ্জুর, এর পেছনেই ছিলেন চর রমিজ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোজাহিদুল ইসলাম দিদার, দক্ষিণ পাশে রয়েছেন চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন হাওলাদারকে। এছাড়াও ছড়িয়ে পড়া অন্য একটি ছবিতে পেছনের দিকে দেখা গেছে দেখা গেছে চরআলগী ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন লিটনসহ বেশ কয়েকজনকে।

অন্যদিকে একই ছবির বাম পাশে রয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. জামাল উদ্দিন এবং তার পাশেই আছেন সদস্য সচিব মো. সিরাজ উদ্দিন। একই অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং বিএনপি’র প্রথম সারির বেশ কয়েকজন প্রভাবশালী নেতার হাসোজ্জ্বল ছবি সাধারণ মানুষকে উৎসুক করে তোলে। এ নিয়ে সোস্যাল মিডিয়ায় বিভিন্নজনকেও পোস্ট করতে দেখা গেছে।

বোরহান উদ্দিন রোমান নামে এক সোস্যাল এক্টিভিস্ট ছবি পোস্ট করে লেখেন, রামগতির আওয়ামী লীগ এখন বিএনপি’র বি টিম। আওয়ামী লীগের চার চেয়ারম্যান এবং বিএনপি’র দুই জন। এরা তখন ছিল আওয়ামী লীগের এখন বিএনপি’র বি টিম। মোখলেসুর রহমান নামের একজন লেখেন, আওয়ামী লীগের চেয়ারম্যানদের সাথে নিয়ে উপজেলা বিএনপির র‌্যালিতে অংশগ্রহন। ছবিটি নিয়ে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মিনহাজুল ইসলাম রাজু। আলোচিত এ ছবিটি নিজ আইডিতে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রিয় সমন্বয়ক ও ঢাকা কলেজ শিক্ষার্থী মোহাম্মদ রাকিব। এসব ছবি নিয়ে আলোচনা-সমালোচনায় সরগরম বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীরাও।

এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, দুর্যোগ প্রস্তুতি ও মোকাবেলা কমিটির সদস্য হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে তারা অংশগ্রহন করেছেন। এখানে দলীয় পরিচয়ে কাউকে আমন্ত্রন জানানো হয়নি।

উল্লেখ্য, এ প্রতিবেদন লেখার সময় (মঙ্গলবার, রাত-৯টা) ছবিটি উপজেলা নির্বাহি কর্মকর্তার আইডিতে আর দেখা যায়নি।