শিক্ষার্থীদের মানোন্নয়নে রামগতিতে ‘আশা’র অভিভাবক সভা Sarwar Sarwar Miran প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫ দেশালোক: ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনির শিক্ষার্থীদের মানোন্নয়নে লক্ষ্মীপুরের রামগতিতে অভিভাবক মতবিনিময় করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। ২৬মে, সোমবার সকাল ১০টায় উপজেলার চরসেকান্দর সফিক একাডেমি (উচ্চ বিদ্যালয়) এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম মোল্লা। শুভেচ্ছা বক্তব্য রাখেন- চর সেকান্দর শফিক একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক অলোক চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আশার শিক্ষা কর্মসূচির শিক্ষা কর্মকর্তা আসাদ হোসাইন, সিনিয়র শাখা ব্যবস্থাপক বিজয় চন্দ্র মজুমদার, হাজীর হাট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মনোয়ার হোসেন, অভিভাবক সদস্য আবুল হাসেমসহ প্রমূখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চর সেকান্দর সফিক একাডেমির সহকারি শিক্ষক মনির হোসেন। মত বিনিময় সভায়- আশা শিক্ষা কর্মসূচীর আওতায় চর সেকান্দর সফিক একাডেমি পাঠদান কেন্দ্রে ৬ষ্ট থেকে ৮ম শ্রেণির পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানোন্নয়নে অতিরিক্ত শ্রেনি কার্যক্রম পরিচালনা, অভিভাবক এবং শিক্ষার্থীদের যৌথ সমন্বয়ে কাজ করছে বলে জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনির শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা অংশ নেন। উল্লেখ্য, দেশের অন্যতম এ বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা আশা সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরের রামগতিতেও অন্যান্য কর্মসূচির বাস্তবায়নসহ শিক্ষা উন্নয়ন নিয়ে কাজ করছে। SHARES উপকূল বিষয়: