রামগতিতে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: শিক্ষক গ্রেপ্তার Sarwar Sarwar Miran প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আশিকুর রহমান (৩৩) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আশিক রামগতি পৌরসভার ৬ নং ওয়ার্ডের সবুজগ্রাম এলাকার আব্দুজ জাহেরের ছেলে ও আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অতিথি শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগী ঐ ছাত্রী বাদী হয়ে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এজাহারসূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী আশিকুর রহমান নামের ওই শিক্ষকের নিকট স্কুলের সামনে একটি ভাড়া বাসায় ব্যাচে প্রাইভেট পড়ত। অভিযুক্ত শিক্ষক গত ৮-১০ দিন ধরে ওই শিক্ষার্থীর উপর যৌন নিপীড়নের চেষ্টা চালায়। গতকাল (২৭ মে) মঙ্গলবার প্রাইভেটে পড়তে গিলে আবারও তিনি ওই শিক্ষার্থী গায়ে একাধিকবার হাত দেন। শিক্ষার্থী বাড়ীতে গিয়ে তার বাবা মাকে সব ঘটনা খুলে বললে শিক্ষার্থীর অভিভাবক স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়ে থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিত একই দিন সন্ধা সাড়ে ৬টার সময় উপজেলার আশ্রম এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন। বুধবার লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে শিক্ষক আশিককে কারাগারে প্রেরণ করা হয়। স্কুলের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বলেন, শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে এমন অভিযোগ তিনি পেয়েছেন। পরে বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত চলে যাওয়া আর কিছুই করা সম্ভব হয়নি। রামগতি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, ষষ্ঠ শ্রেণির ছাত্রী প্রাইভেট পড়তে গেলে সহপাঠিদের ছুটি দিয়ে অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীর উপর যৌন নিপীড়ন চালান বলে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। SHARES আইন আদালত বিষয়: