জোয়ারে সড়ক ভেঙ্গে বিবিরহাট-রামগতি বাজার যোগাযোগ বিচ্ছিন্ন Sarwar Sarwar Miran প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫ দেশালোক: মেঘনায় অস্বাভাবিক জোয়ার, বৃষ্টির পানি এবং ঢেউয়ের আঘাতে লক্ষ্মীপুরের রামগতি বাজার-বিবিরহাট প্রধান সড়কটির মালি বাড়ির মোড় অংশে ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ১৩জুলাই, বরিবার সকাল থেকে রামগতি উপজেলার সাথে ওই অঞ্চলের যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ সাধারণ মানুষ। এর আগে একই এলাকারে কোরের বাড়ি মোড় সংলগ্ন একই সড়কটির একাধিক স্থানে ধস দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড বেশ কয়েকবার জিও ব্যাগ দিয়ে কোন-রকমে রক্ষা করেন। এর আগের দিন শনিবার ভাঙ্গনকবলিত হওয়ায় আগে সড়কটির ওই স্থানটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনসহ উপজেলা-জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। স্থানীয়দের আশংকা যে কোন সময়ই ভেঙ্গে যেতে পারে মানুষ হেঁটে চলার মতো অবশিষ্ট রাস্তাটুকুও। এতে উপজেলার বড়খেরী ও চরগাজী ইউনিয়নের বয়ারচরসহ আশপাশের অন্তত ৫০হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। স্থানীয় বাসিন্দা গোলাম রাব্বানী, আতরের জামান ও আবদুল কাদেরসহ বেশ কয়েকজন জানান, জেলা-উপজেলাসহ ঢাকা ও চট্টগ্রামে যাতায়াতের মাধ্যম এই সড়ক। হঠাৎ সড়কটি ধসে পড়ার খবরে সবাই উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, যেন দ্রুত তারা রাস্তাটি মেরামত করেন। রামগতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী স্নেহাল রায় জানান, এর আগেও সড়কটির কয়েকবার এমন অবস্থা সৃষ্টি হয়েছে। এর জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ড। তারা নদী বাঁধের কাজ করছেন। ঝুঁকিপূর্ণ এই স্থানটি অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত ছিল। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, রাস্তা ধসে পড়ার খবর পেয়েছি। পাউবোর লোকজন ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেবে। SHARES উপকূল বিষয়: