রামগতিতে যুবদলের সদস্য সংগ্রহ উদ্বোধন এবং জেলা নেতাদের সংবর্ধনা Sarwar Sarwar Miran প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫ দেশালোক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে লক্ষ্মীপুরের রামগতিতে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১২জুলাই, শনিবার বিকেল ৩টায় স্থানীয় জমিদারহাটস্থ ভাই ভাই কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়াও সভায় লক্ষ্মীপুর জেলার যুবদলের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন। উপজেলা যুবদলের আহবায়ক শিবলী নোমান এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক জমির উদ্দিন ও সদস্য সচিব শাহ মো. শিব্বিরের সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. জামাল উদ্দিন, সদস্য সচিব মো. সিরাজ উদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক আবদুল করিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আকবর হোসেন, সদস্য সচিব কবির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নব নির্বাচিত জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন এবং সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়ে বরণ করেন স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা। SHARES উপকূল বিষয়: