আলো ফুটুক দেশের আলোয়

আঁধারে আলোকবর্তিকা হবার দুঃসাহস

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২০

বন্ধুগন,
আসসালামুয়ালাইকুম/আদাব,
আশা নয়, বিশ্বাস ভালো আছেন। বিশ্বব্যাপী কোভিড-১৯ করোনা ভাইরাসের এ সংকটে সুস্থ এবং নিরাপদ আছেন- এ জন্য মহান আল্লাহর কাছে কোটি শুকরিয়া।
মনো মগজে দীর্ঘ দিনের বয়ে বেড়ানো গিজগিজ করা উইপোকারা আজ বাস্তবে পা রাখছে। লেখালেখির পাঠ সেই ক্লাস এইট থেকেই। জাতীয় দৈনিক দিয়েই শুরু। এর পর লেখালেখির পাকাপাকি। টুকটাক ফ্রিল্যান্সিং সাংবাদিকতাও। জন্মের পর থকে বেড়ে ওঠা মেঘনার কোল ঘেঁষে। প্রমত্তা মেঘনার ভাংগন তান্ডব দেখেতে দেখতেই লেখালেখির সূত্রপাত।

ফিচারই লিখেছি বেশি। টুকটাক ছড়া, কবিতা। এক দু ফোঁটা রম্যও। সাংবাদিকতাতেও ফিচারের প্রভাব রয়ে গেছে।

দেশে অনলাইন নিউজ পোর্টালের অভাব নেই। অনেকটা পাড়ায় পাড়ায় গড়ে ওঠার মতো। বলতে গেলে বেশির ভাগই এ অনলাইন বাবদ বাই চাঞ্চ সাংবাদিক। কিন্তু শিল্প সাহিত্য, সংষ্কৃতি!! সেটাই নেই। দু একটাতে নামেমাত্র। সবার কেবল ব্যবসায় চোখ। সাহিত্য চর্চার সময় কই। কর্পোরেট ফরমায়েশি লেখালেখি।

আমরা সাহিত্যকে অগ্রভাগের ছত্র ধরে খানিকটা সংবাদ সাংবাদিকতার রসায়ন করতে চাচ্ছি। এখানে আগে সাহিত্য তার পরে সংবাদ। বলতে পারেন সাহিত্য সংবাদ।

ফরমায়েশি লেখক বা লেখা নয়, আমরা সব শ্রেনির লেখকদেরই সুযোগ দিতে চাই। দেবো।নতুন নতুন লেখক সৃষ্টিতেই সজাগ থাকা। দেশালোক ডটকমকে একটা উর্বর প্লাটফর্ম করতে চাই। যেখান থেকে আগামী প্রজন্মের লেখক, সাংবাদিক বেরুবে।

প্রচলিত সংবাদ নয়, ফিচারেরই অাধিক্য থাকবে। বর্তমান এ সময়ে সাহিত্য বিমুখ প্রজন্মে তাই সাহিত্যের ওপৃষ্ঠে সংবাদের সংমিশ্রন থাকবে। কথা দিচ্ছি সংবাদে বৈচিত্র্য থাকবে।

অর্থই সকল চালিকা শক্তি। দেশালোক ডটকমও এ রাশির বাহিরে নয়। তাই বিজ্ঞাপনেও নজর থাকবে। পাঠক শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী হিসেবে এর প্রচার প্রসারে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করছি। বিশ্বাস করি এ বন্ধুর পথে সারথী হবেন।

অনলাইন পোর্টাল করে জীবিকা নির্বাহ করবো তেমনটা কস্মিনকালেও ভাবিনা। শিক্ষকতার পাশাপাশি নিজের অর্জিত অভিজ্ঞতাটুকু সংবাদ সাহিত্যে উজাড় করে দিতে চাই নুতন পুরাতনদের সাথে নিয়ে।

সফল না বিফল- তা বিবেচ্য নয়। দীর্ঘস্থায়ী পথ চলতে চাই দেশালোক ডটকমকে নিয়ে। পাঠক সমাজকে দিতে চাই ভিন্নধর্মী স্বাদ। নতুনদের জন্যও উন্মুক্ত এ দ্বার।

লেখক সন্মানি দিতে পারবো এমন সাহস করতে ভয় করি। হাতি ঘোড়া গেলো তলে.. আমরা আর কি বলবো। তবে বিশ্বাস রাখুন একসাথে নিদেন পক্ষে চা পানের সুযোগ সৃষ্টি করবোই।

কথা দিচ্ছি, বর্তমান কিংবা ভবিষ্যতে কখনো যদি ঘুরে দাঁড়াতে পারি তাহলে মানুষ মানবতার ব্যয়ে সবটাই ঢেলে দেবো। পাশাপাশি অনলাইনে সাহিত্য – সংবাদ রচনা এবং প্রকাশে অনবদ্য সেতুবন্ধন তৈরি করবো। ইনশাআল্লাহ।

নতুন পথ চলায় আনার আদেশ, উপদেশ, পরামর্শ, অভিযোগ, চাওয়া-পাওয়া, সমালোচনা করাসহ সহযোগিতাপুর্ন মনোভাব প্রত্যাশা করি। যা অামাদের এগিয়ে যাওয়ার পাথেয় হবে।


সম্পাদক
দেশালোক ডটকম
ইমেইলঃ