দেশালোকে সংবাদের পর চরআলগীতে সেতু নির্মান

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

দেশালোক সংবাদঃ অতিরিক্ত জোয়ারে গত ১ সেপ্টেম্বর চরআলগী ইউনিয়নে ধসে পড়া একটি কালভার্ট নিয়ে সংবাদ প্রকাশ করে দেশালোক ডটকম। (লিংকঃ রামগতিতে জোয়ারে ধসে পড়া কালভার্টটিতে জনদুর্ভোগ)  প্রায় দুই শতাধিক পরিবারের দুর্ভোগের কথা তুলে ধরা হয় সংবাদে।

দ্রুত সংষ্কারের বিষয়ে কথা হয়েছে ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী লিটনের সাথে। উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আবদুল মোমিন সরেজমিনে পরিদর্শনও করেছেন। সে সময় দ্রুত সংষ্কার করবেন বলে আশ্বাস দিয়েছিলেন।

এরই ধারাবাহিকতায় ৩ সেপ্টেম্বর  চর টগবু বাঘা বাড়ি সংলগ্ন সড়কে ইউনিয়ন পরিষদ ও এলজিইডি’র সহযোগিতায় কাঠের সেতু নির্মান করা হয়।

চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুস সাত্তার, দ্রুততম সময়ে জনসাধারনের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।