শিক্ষা জাতীয়করনের দাবিতে দেশব্যাপী স্মারকলিপি প্রদান

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

দেশালোক সংবাদঃ শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে দেশের প্রতিটি জেলায় স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। জেলা প্রসাশকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর সংগঠনের জেলা কমিটি গুলো এ স্মারকলিপি হস্তান্তর করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি, মিরপুর সিদ্ধান্ত স্কুলের প্রধানশিক্ষক নজরুল ইসলাম রনি দেশালোক ডটকমকে জানান, জাতির জনক বঙ্গবব্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে আজকের এ কর্মসূচী পালন। আশাকরি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই মুজিব বর্ষে এ দাবি পূরন হবে।

পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ ৬সেপ্টেম্বর এ স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, আগামী ৫ অক্টেবর বিশ্বশিক্ষক দিবসে বাংলাদেশ শিক্ষক সমিতি ঢাকায় মহাসমাবেশ করবে বলে জানা গেছে। মহাসমাবেশের আগে প্রস্ততি হিসেবে লাগাতার ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে সংগঠনটি।