মেঘনার ভাংগন রোধে প্রকল্প পাশ না হলে জনপ্রতিনিধিদের গণ পদত্যাগের হুমকি

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

দেশালোক সংবাদঃ ৮ অক্টোবর এর মধ্যে মেঘনার ভাংগন প্রতিরোধে একনেকে অপেক্ষ্যমান প্রকল্পটি অনুমোদন না পেলে পদত্যাগের ঘোষনা দিয়েছেন জনপ্রতিনিধিরা।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকালে কমলনগরে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষনা দেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী।

তিনি বলেন, উপজেলা পরিষদের তিন জন, নয় জন ইউপি চেয়ারম্যান, একাশি জন মেম্বার, সাতাশ জন মহিলা মেম্বার এবং জেলা পরিষদের তিনসহ সবাই পদত্যাগ করতে ওয়াদাবদ্ধ হয়েছেন। প্রয়োজনে ঢাকায় গণভবনের সামনে অবস্থান নিয়ে হলেও এ পদত্যাগ কর্মসূচি কার্যকর করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সাংসদ মেজর (অব) আবদুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রামগতি ও কমলনগর উপজেলা দুটির নদী ভাংগন এলাকা পরিদর্শন এবং ভাংগন কবলিত জনসাধারনকে অপেক্ষ্যমান প্রকল্প পাশে অগ্রগতি সম্পর্কে অবহিত করতে এ সফর করেছেন।