প্রকল্প পাসের আশ্বাসঃ রামগতিতে পানি সম্পদ প্রতিমন্ত্রী

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

দেশালোক সংবাদঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, রামগতি ও কমলনগর উপজেলা রক্ষায় প্রস্তাবিত প্রকল্পটি দ্রুতই পাস হবে বলে জানিয়েছেন।

১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে এমন আশ্বাস দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী একনেক সভায় অপেক্ষ্যমান তিন হাজার কোটি টাকার প্রকল্পটি সামনের সময় পাস হবে। প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে এ অঞ্চলের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবেন। সমাবেশের আগে পরে তিনি ভাংগন কবলিত তিনটি এলাকা পরিদর্শন করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ মেজর (অব) আবদুল মান্নান, উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী লিটনসহ প্রমুখ রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, রামগতি থানা অফিসার (ইনচার্জ) মোঃ সোলায়মান, পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক প্রকৌশলী আমিনুর রহমানসহ অনেকে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ।