রামগতি পৌর নির্বাচনে আওয়ামীলীগের তৃনমূল প্রার্থী মেজবাহ উদ্দিন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

দেশালোকঃ লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের তৃনমুল প্রার্থী এম মেজবাহ উদ্দিন। তিনি বর্তমানে রামগতি পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

৪ ডিসেম্বর (শুক্রবার) আলেকজান্ডারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এক সভায় তৃনমুল প্রার্থী হিসেবে নির্বাচিত হন। প্রার্থী বাছাইয়ে ৮৭জন ভোটারের মধ্যে ৬৯জন ভোটাধিকার প্রয়োগ করেন। সর্বোচ্চ ৩৩ ভোট পেয়ে এম মেজবাহ উদ্দিন দলীয় মেয়র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

এছাড়াও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শোয়াইব হোসেন খন্দকার ১৫, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওয়ারেছ মোল্লা ১৪, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবু নাসের ৪, উপজেলা যুবলীগের আরেক যুগ্ম আহবায়ক শাহ মোঃ রাকিব ২ এবং আওয়ামীলীগ নেতা আজাদ উদ্দিন চৌধুরী ১ ভোট পান।

এম মেজবাহ উদ্দিন বর্তমান পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বাবা মরহুম অজি উল্ল্যাহ মিয়া রামগতি উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম। যুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন। প্রধানমন্ত্রী এবং আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার আস্থা ভাজন ছিলেন। তারই ধারাবাহিকতায় এবং দলীয় অবদান বিচেনায় তিনি ২০১৫ সালের নির্বাচনেও মনোনয়ন পান।

পৌর মেয়র প্রার্থী হিসেবে তাঁকে নির্বাচন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র এম মেজবাহ উদ্দিন বলেন, রামগতি পৌর নির্বাচনে আমাকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত করায় সবাইকে আন্তরিক ধন্যবাদ। বর্তমানেও পৌরবাসীর উন্নয়নে সাথে আছি আগামীতেও আমার উপর আস্থা রাখার প্রতিদান অবশ্যই দেব।

গোপন ব্যালটে তৃনমুল প্রার্থী বাছাইয়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু এবং সাধারণ সম্পাদক এ্যাডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন। এছাড়াও ছিলেন রামগতি উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।