দ্বিতীয় ধাপে একষট্টি পৌরসভায় নির্বাচন: নেই রামগতি

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
বিজয়ীঃ ফারুকুল ইসলাম বাবলু

দেশালোক: দেশজুড়ে চলমান পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব ভোটের তফসিল ঘোষণা করা হয়।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২০ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। এই ৬১ পৌরসভার মধ্যে ২৯টিতে ভোট নেওয়া হবে ইলেকট্টনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি ৩২টিতে ভোট হবে ব্যালট পেপারে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন।

এর আগে প্রথম ধাপে ২৫ পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা করা হয়েছিল। প্রথম ধাপের ২৫টিতে ভোট নেওয়া হবে ২৮ ডিসেম্বর।

দ্বিতীয় ধাপেও নেই লক্ষ্মীপুর জেলার কোন পৌরসভা। উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার চার পৌরসভা (রামগতি, লক্ষ্মীপুর, রামগঞ্জ এবং রায়পুর)। দ্বিতীয় ধাপে নির্বাচন না হওয়ায় সম্ভাব্য প্রার্থী এবং ভোটারদের আরো অপেক্ষায় থাকতে হচ্ছে।