রামগতি পৌর নির্বাচন: আ.লীগের সম্ভাব্য ৬ প্রার্থীর দলীয় মনোনয়ন ক্রয়

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

দেশালোক: ১৪ফেব্রুয়ারি অনুষ্ঠেয় রামগতি পৌরসভা নির্বাচনে সরকারদলীয় বাংলাদেশ আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে ছয়জনই কিনেছেন দলীয় মনোনয়নপত্র। সম্ভাব্য সব প্রার্থীই স্ব-শরীরে ঢাকায় উপস্থিত হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন। এ সময় প্রায় সব প্রার্থীর সাথেই ছিল দলীয় নেতাকর্মীর উপস্থিতি।

দলীয় মনোনয়ন কেনাদের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম মেজবাহ উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শোয়াইব হোসেন খন্দকার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওয়ারেছ মোল্লা, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবু নাসের, উপজেলা যুবলীগের আরেক যুগ্ম আহবায়ক শাহ মোঃ রাকিব  এবং আওয়ামীলীগ নেতা আজাদ উদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত এক সভায় তৃনমুল প্রার্থী বাছাই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রার্থী বাছাইয়ে ৮৭জন ভোটারের মধ্যে ৬৯জন ভোটাধিকার প্রয়োগ করেন। সর্বোচ্চ ৩৩ ভোট পেয়ে এম মেজবাহ উদ্দিন দলীয় মেয়র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

এছাড়াও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শোয়াইব হোসেন খন্দকার ১৫, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওয়ারেছ মোল্লা ১৪, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবু নাসের ৪, উপজেলা যুবলীগের আরেক যুগ্ম আহবায়ক শাহ মোঃ রাকিব ২ এবং আওয়ামীলীগ নেতা আজাদ উদ্দিন চৌধুরী ১ ভোট পান।