ব্যারিস্টার সোহেল’র দাদী আর নেই

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

দেশালোক: রামগতি পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ আবদুল হক সর্দার বাড়ির আলহাজ এমএ খালেকের মা মনিজা খাতুন আর নেই (ইন্না— রাজিউন)।

২৬ জানুয়ারী (মঙ্গলবার) সকাল নয়টায় নিজ বাড়ীতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৫বছর। তিনি বেশ কয়েকদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী এবং আত্মীয়স্বজন রেখে গেছেন।

একই দিন বিকেলে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেত মরহুমার বড় ছেলে সাবেক দিশারী’র নির্বাহি প্রধান আলহাজ এমএ খালেক।

মরহুম মনিজা খাতুন বৃহত্তর রামগতি (রামগতি-কমলনগর) উপজেলার প্রথম এবং একমাত্র ব্যারিস্টার মো: ইব্রাহিম খলিল সোহেল এর দাদি। রামগতি পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবদুর রহিমের নানী।

মরহুম মনিজা খাতুন দিশারী জামে মসজিদের উদ্যোক্তা এবং ভূমিদানসহ সামাজিক ভিবিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহন করেছেন।