রামগতি: শিক্ষক নেতা গোলাম শওকত  স্ট্রোক করে চিকিৎসাধীন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১
শিক্ষক নেতা: গোলাম শওকত এমরান

দেশালোক: রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো: গোলাম শওকত এমরান স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর পারিবারিক সূত্রে  জানা যায়, ১৬ মার্চ মঙ্গলবার মধ্যরাতে চরলক্ষ্মী (রামগতি বাজার সংলগ্ন) নিজ বাড়িতে তীব্র ব্যথা অনুভব করেন। তখনই তাকে নোয়াখালী নেয়া হয়।

রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব মজুমদার  জানান, তাঁর পরিবারের সদস্যদের সাথে আমার সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে। এছাড়া খবর পেয়ে আমাদের দু সহকর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি মো: আবদুজ জাহের জানান, শওকত স্যার স্ট্রোক করেছেন। তার চিকিৎসার খোঁজ খবর রাখছি আমরা। সাংগঠনিক ভাবেও আমরা তাঁর চিকিৎসা কাজের তদারকি করে যাবো।

অসুস্থের পরিবার থেকে এ শিক্ষক নেতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, মো: গোলাম শওকত এমরান  রামগতি আছিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক (বিপিএড) হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি একজন স্কাউট লিডার এবং দক্ষ সংগঠক।