রামগতি-কমলনগর: স্বপ্ন নিয়ে’র সেলাই মেশিন পেল দশ নারী

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মে ১১, ২০২১

দেশালোক: মানবতাবাদী ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “স্বপ্ন নিয়ে”র সেলাই মেশিন পেয়েছেন রামগতি কমলনগরের দশ নারী। প্রতিষ্ঠানের যাকাত ম্যানেজমেন্ট ফান্ডের আওতায় এসব বিতরন করা হয়।

১১ এপ্রিল রামগতি-কমলগরে স্বাবলম্বী প্যাকেজের এসব সেলাই মেশিন বিতরন করেন স্বপ্ন নিয়ে’র কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহি কর্মকর্তা আশরাফুল আলম হান্নান, নোমান সিদ্দিকীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগন।

বিভিন্ন দাতা ও প্রতিষ্ঠান থেকে সংগৃহীত যাকাতের অনুদান থেকে স্বাবলম্বী প্যাকেজের ফান্ড গঠন করা হয়েছে। তিনজন প্রখ্যাত আলেমের নেতৃত্বে  যাকাত কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরিচালনাকারী সদস্যগণ হলেন- বাংলাদেশ ব্যাংকের শরী’আহ্ অ্যাডভাইজরি কমিটির সদস্য আবুল কাসেম মো: ছফিউল্লাহ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর সদস্য সচিব হাফেজ মাওলানা মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসীন, কুরআনুল কারীম ইনস্টিটিউট এর অধ্যক্ষ মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা ও নির্বাহি প্রধান মো: আশরাফুল আলম হান্নান,  পরিকল্পনা পরিচালক মো: আরাফাত হোসেন।