রামগতি: সড়ক বিচ্ছিন্ন হয়ে রামগতি–বিবিরহাট যোগাযোগ বন্ধ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২১
ছবিটি রামগতি – বিবিরহাট সড়কের কোরের বাড়ি মোড় থেকে তোলা।

দেশালোক: গতো কয়েকদিনের অস্বাভাবিক জোয়ারে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রামগতি উপজেলার বিস্তীর্ন জনপদ। সেগুলোরই একটি বড়খেরী ইউনিয়ন।

রামগতি থেকে বিবিরহাট যাতায়াতের প্রধান সড়কটি মেঘনার ভাংগন কবলে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সড়কটি এক সময় রামগতি থেকে আলেকজান্ডার যাতায়াতের প্রধান সড়ক ছিল। গতো দেড় দশকে এটি ভাংগনের শিকার হয়ে এখন রামগতি থেকে বিবিরহাট পর্যন্ত এসে ঠেকেছে।

গতো বছর কোরের বাড়ি সংলগ্ন মোড়টি স্থানীয় চেয়ারম্যান হাসান মাকসুদ মিজানের সহযোগিতায় টিকিয়ে রাখা সম্ভব হলেও এবার আর রক্ষা করা সম্ভব হয়নি। মোড়টি এবার ইয়াসের প্রভাবে সৃষ্ট অতিরিক্ত জোয়ারে ভাংগনের শিকার হয়ে ভেস্তে গেছে।

স্থানীয় শিক্ষক যাদব চন্দ্র দেবনাথসহ আরো কয়েকজন জানান, এ প্রাচীন সড়কটি ভেংগে যাওয়ায় রামগতি থেকে বিবিরহাট যাতায়াতে বিকল্প সড়ক হিসেবে প্রায় তিন চার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। যা অত্যন্ত কষ্টকর।