রামগতি বাজার: পানি দূষনে মাছ মরে অর্ধ লক্ষ টাকার ক্ষতি

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২১

দেশালোক: রামগতি উপজেলা বড়খেরী ইউনিয়নের রামগতি বাজারের একটি পুকুরের পানি দূষিত হয়ে অর্ধ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে।

৫জুন (শনিবার) রাতে রামগতি বাজারের দায়রা বাড়ীর পূর্ব গেট সংলগ্ন পুকুরটির পানি দূষিত হয়ে তেলাপিয়া, পাঙ্গাস, কার্পসহ বেশ কয়েক প্রজাতির মাছ মারা যায়। ৬জুন (রোব বার) সকালে মরা মাছ গুলো পঁচে ভেসে উঠে। এ সময় বাজার এলাকায় পঁচা মাছের গন্ধে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় ভাবে জানা যায়, পুকুরটির মালিক স্থানীয় ব্যবসায়ী খুশি বাবু (পাল) হলেও এটি ব্যবহার করছেন বাজারের ব্যবসায়ীরা। কিছু দিন আগে খুশি বাবু মারা যান। বর্তমানে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানসহ সহায় সম্পত্তি দেখাশোনার কেউ দেশে নেই। একমাত্র সন্তান ভারতে বসবাস করছেন।

মরা মাছ সৎকার করার জন্য আসা মো: বাবুল জানান, উনার ছেলেকে জানানো হয়েছে। মরা মাছ দুর্গন্ধ ছড়ানোর কারনে আমরা মাটি চাপা দিতে এসেছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুকুরে বিভিন্ন ধরনের অতিরিক্ত ময়লা আবর্জনা পড়ায় পানি দূষিত হয়ে থাকতে  পারে।