রামগতি বাজারে মেজর মান্নানকে গণসংবর্ধনা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২১

দেশালোক: লক্ষ্মীপুরের রামগতি বাজারে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) এর সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নানকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।

৬ জুন (রোববার) সকালে স্থানীয় বড়খেরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধনার আয়োজন করে চরগাজী-বড়খেরী ইউনিয়ন পরিষদ, রামগতি বাজার ব্যবস্থাপনা কমিটি।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, বড়খেরী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান মাকসুদ মিজান, চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন, চরবাদাম ইউপি চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন বড়খেরী ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মো: ওসমান গনি।

অনুষ্ঠানে বক্তারা একনেক সভায় মেঘনা তীর সংরক্ষন বাঁধে প্রায় তিন হাজার একশো কোটি টাকার প্রকল্প পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, গত ১জুন একনেক সভায় প্রায় তিন হাজার একশো কোটি টাকার এ প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। প্রকল্পটির আওতায় রামগতি-কমলনগর উপজেলায় মেঘনার ভাংগন কবলিত প্রায় একত্রিশ কিলোমিটার এলাকায় কাজ বাস্তবায়ন হবে।