রামগতিঃ ইউপি নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জুন ১২, ২০২১

দেশালোকঃ রামগতি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

১২জুন (শনিবার) স্থানীয় আলেকজান্ডার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে চার শতাধিক কর্মকর্তা অংশ নেন। এসব কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কলেজ শিক্ষক, মাধ্যমিক শ্রেনির শিক্ষক, মাদারাসা শিক্ষক, প্রাথমিক শিক্ষকসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ।

প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে ৪০জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ১৯৮জন এবং পোলিং কর্মকর্তা হিসেবে ২০৮জন প্রশিক্ষনার্থী অংশ নেন।

প্রশিক্ষক এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা  কাজী হেকমত আলী, কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন ভৌমিকসহ জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষনে করোনাকালীন স্বাস্থ্যবিধি বজায় রেখে নির্বাচনে গ্রহণে বিভিন্ন নিয়ম নীতি এবং কলাকৌশল সম্পর্কে আলোকপাত এবং হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আবদুল মোমিন, রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান এবং বিভাগীয় নির্বাচন কর্মকর্তা।

উল্লেখ্য, আগামী ২১জুন রামগতি উপজেলার চর বাদাম, চর পোড়াগাছা এবং চর রমিজ ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।