বেড়ীবাঁধ কাজে সেনাবাহিনী দাবি করেছে ‘ডিফেন্স সার্ভিসহোল্ডার এসোসিয়েশন’

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১

দেশালোক: আমাদের জন্মস্থান রামগতি। এ এলাকার আলো বাতাসে আমরা বড় হই, হচ্ছি। এখানে অতিবাহিত হয়েছে আমাদের সোনালী শৈশব কৈশোর। এ জেলার কোটাতেই আমরা ডিফেন্সে চাকুরীর সুযোগ পেয়েছি- এমন অনুভূতি প্রকাশ করার মাধ্যমে রামগতি-কমলনগর ডিফেন্স সার্ভিসের সদস্য হিসেবে রামগতি-কমলনগর ডিফেন্স সার্ভিসহোল্ডার এসোসিয়েশন মেঘনা নদী ভাঙ্গন রোধে সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার জোর দাবি জানিয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা আরো জানান, রামগতি কমলনগর ডিফেন্স সার্ভিসের সদস্যদের একটাই দাবী সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বেড়িবাঁধ। হাজার হাজার উপকূলীয় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ডিফেন্স সার্ভিসের সদস্যরা সবসময় তৎপর ছিলাম ভবিষ্যতেও থাকবে।

মানুষের দুঃখ-দুর্দশায় সমবেদনা জানাতে এবং সীমিত হলেও যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে রামগতি কমলনগরের ডিফেন্সের ছেলেরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘ দিন এ এলাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য টেকসই বেড়িবাঁধ পরিকল্পনা গ্রহণ না করায় বারবার উপকূলের মানুষ প্রতারণার শিকার হচ্ছে কিন্তু এবার মানবতার কন্য মাননীয় প্রধানমন্ত্রী ৩১ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মানের জন্য ৩১০০ কোটি টাকার বরাদ্দ দিয়েছেন তাই রামগতি কমলনগরের ডিফেন্সের ছেলেরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদী শাসন, নদী ভাংগনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে মানবিক সাহায্য করতে হবে।

সে সাথে প্রশাসনের কাছে অনুরোধ করেছেন অতীতে বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে সকল দুর্নীতি খতিয়ে দেখে আইনের আওতায় আনার জন্য।

সংগঠনটির সভাপতি বাংলাদেশ নৌ-বাহিনীর পেটি অফিসার আরিফ জানান, নিশ্চিত করেছেন রামগতি কমলনগরের ডিফেন্সের সদস্যরা অতীতেও সবসময় মানবতার পাশে ছিলো ভবিষ্যতে টেকসই বেড়িবাঁধ নির্মানে কোন সহযোগিতা লাগলে অবশ্যই সহযোগিতা করবো ইনশাল্লাহ।

সাধারন সম্পাদক ননকমিশন অফিসার মেহেদী হাসান দিলদার বলেন, রামগতি কমলনগরের গণমানুষের দাবী টেকসই বেড়িবাঁধ তৈরি করতে সেনাবাহিনী বিকল্প নেই, তাই এ দাবির সাথে আমরাও ডিফেন্সের সদস্যরাও একমত। আমাদের যদি কোন সহযোগিতা লাগে আমরা সহায়তা করতে তৈরি আছি।