মেঘনা বেড়ীবাঁধে সেনাবাহিনীর দাবিতে কমলনগরে মানববন্ধন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১

আমানত উল্যাহ:

প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনানদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে সেনাবাহিনীকে যুক্ত করার দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কমলনগর উপজেলার পরিষদ চত্তরে অনুষ্ঠিত এ মানববন্ধনের আয়োজন করেন কমলনগর নদী শাসন সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তরা বলেন মেঘনার ভয়াবহ ভাঙনে জেলার রামগতি-কমলনগর উপজলা ক্ষত-বিক্ষত। ভাংগনের মুখে দুই উপজেলার লাখো মানুষ ভিটেমাটি হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামগতি-কমলনগর উপজেলার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য তিনহাজার একশ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন।

এলাকাবাসীর দাবি এই বিশাল প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দিয়ে কাজটি সম্পুর্ন করা হউক। নচেৎ অতিতের মত এই টাকা লুটপাট হয়ে যাবে।নদীর তীর রক্ষা হবেনা।তিনহাজার একশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও উক্ত প্রকল্পে গত সাপ্তাহে পানি উন্নয়ন বোর্ড প্রথম পর্যায়ের কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু করে। এতে সাধারন ঠিকাদার দিয়ে নিম্নমানের কাজ করা হলে কমলনগরের মাতাব্বরহাটের মত অবস্থা সৃষ্টি হবে। বাঁধ ভেঙে আবারো লোকালয় ভেঙে তছনছ হয়ে যাবে। আর তাতে জনস্বার্থে সরকারের দেওয়া এই বিশাল প্রকল্পটি জনগনের কোন কাজে আসবেনা।নদী বাঁধের টাকা সেই নদীতেই ভেসে যাবে । তাই রামগতি-কমলনগরের সাড়ে সাত লাখ মানুষের প্রাণের দাবী অবিলম্বে এই প্রকল্পটি জনগনের স্বার্থে দেশপ্রেমিক সেনাবাহিনীর মাধ্যমে করানো হউক।তাতে টেকসই বাঁধ নির্মাণ হবে।আর প্রধানমন্ত্রীর সেই ওয়াদাও রক্ষা হবে।এ এলাকার মানুষের ভিটেমাটি রক্ষা পাবে।

মানববন্ধনে বক্তারা এই মেগা প্রকল্পের বরাদ্ধ দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। পাশাপাশি টেকসই বেড়ীবাঁধ নির্মানে ঠিকাদার নয়, সেনাবাহিনীকে যুক্ত করার যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন।

সংগঠনর আহবায়ক অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ মজিদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চরলরেন্স ইউপি চেয়ারম্যান আহসান উল্যাহ হিরন,যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত প্রমুখ।

এই দাবিতে গত কয়েকদিন ধরে রামগতি-কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচি পালন করা হয়।