রামগতিতে নতুন ভোটারদের ছবি তুলতে ব্যাপক ভীড়

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

দেশালোক:
রামগতি উপজেলা নির্বাচন অফিসের সামনে ছবি তোলার জন্য নতুন ভোটারদের ব্যাপক উপস্থিতি ঘটেছে। সকাল থেকে বিকাল পর্যন্ত অনেকে ছবি তুলতে না পারায় ক্ষোভ প্রকাশ করছেন। আবার ছবি তুলতে পেরে অনেককেই দেখা গেছে উৎফুল্ল। পুরুষের সাথে সাথে রয়েছে নারীদেরও উপস্থিতি।

৬ সেপ্টেম্বর সোমবার সাপÍাহিক ছবি তোলার দিন সরেজমিনে গিয়ে এমন পরিবেশ দেখা গেছে। ব্যাপক উপস্থিতি থাকায় স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি বলে জানান উপস্থিত কয়েকজন। পাশাপাশি ভীড় সামলানো এবং স্বাস্থ্যবিধি রক্ষা করতে না পারায় উপজেলা নির্বাচন অফিসের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা।

চর বাদাম থেকে আসা আলমগীর হোসেন জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে বেলা ১২টার সময় ছবি তুলতে পেরেছি। নিজেকে বেশ ভাগ্যবান মনে হচ্ছে।
চর রমিজ থেকে আসা গিয়াস উদ্দিন জানান, আজকে অপেক্ষায় থেকেও ছবি তুলতে পারিনি। এ সাপ্তাহে আবার আসতে বলছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী জানান, গত দু সাপ্তাহে ২০০১৮-১৯ সালে ভোটারকৃতদের স্মার্টকার্ড বিতরন করায় ছবি তোলা যায়নি। তাই এ সাপ্তাহে ব্যাপক উপস্থিতি ঘটেছে। আজকে যাদের ছবি তোলা সম্ভব হয়নি তাদেরকে এ সাপ্তাহে আরো দু দিন ছবি তোলার সুযোগ দেয়া হবে।