রামগতিতে ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থী বাছাইয়ে বিপ্লব-৪৮, সুমন-৪০

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১

দেশালোক:

আগামী ১১নভেম্বর অনুষ্ঠেয় রামগতি উপজেলার ৯নং চরগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাছাইয়ে তৃনমূল ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে সাইফুল আলম বিপ্লব ৪৮ এবং বর্তমান চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন পেয়েছেন ৪০ ভোট।

৪ নভেম্বর সোমবার দুপুরে রামগতি বাজারে দলীয় প্রার্থী বাছাইয়ে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদসহ উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

ইউনিয়ন আওয়ামীলীগের ৫১সদস্যের কমিটি, চরগাজী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারন সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতি-সাধারন সম্পাদক ভোটার ছিলেন। মোট ভোটার সংখ্যা ৮৯জন। একজন মারা যাওয়ায় অবশিষ্ট ৮৮জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিদ্বন্ধী একজন রুহুল আমিন প্রার্থীতা প্রত্যাহার করেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ জানান, আমরা ফলাফল অনুযায়ী দুজনের নামই কেন্দ্রে পাঠাবো। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসে সে অনুযায়ীই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।