কমলনগরে বাবা ইউপি চেয়ারম্যান, ছেলে সদস্য নির্বাচিত

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১

দেশালোকঃ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চরকাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাবা নির্বাচিত হলেন চেয়ারম্যান। অন্যদিকে ছেলে নির্বাচিত হলেন সাধারন সদস্য। আলোচিত এ দুজন নির্বাচিত ব্যক্তি হলেন মাওলানা খালেদ সাইফুল্যাহ এবং ছেলে মুফতি নুরুল্লাহ খালিদ।

১১ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৪হাজার ৭৬৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো মাওলানা খালেদ সাইফুল্যাহ এবং ৫নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে তাঁর ছেলে মুফতি খালিদ সাইফুল্যাহ ৭শতাধিক ভোট পেয়ে নির্বাচিত হন।

চেয়ারম্যান পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন ৩হাজার ৭৯৭ভোট এবং আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী নুরুল ইসলাম সাগর পেয়েছেনে ১হাজার ৫১৩ ভোট।

মাওলানা খালেদ সাইফুল্যাহ সাংবাদিকদের বলেন, আল্লাহর রহমতে সততার সাথে গত সেশনে পরিষদ চালিয়েছি। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছি। আমি টানা দ্বিতীয়বারের মতো জনগণের সেবা করা সুযোগ পেয়েছি। আমি চাই আমার ওয়ারিশরাও যেন সারাজীবন মানুষের খেদমত করতে পারে।