বহুমাত্রিক রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম জমীর আলী

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২

 দেশালোক:

১৯৪২ সালের ২৯ নভেম্বর লক্ষ্মীপুর জেলার রামগতির চর আলেকজান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন আলহাজ্ব মোহাম্মদ জমীর আলী।

তিনি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন চর আলেকজান্ডারে। অষ্টম শ্রেণীতে ভর্তি হন নোয়াখালী জিলা স্কুলে। ১৯৫৯ সালে মেট্রিক পাস করেন। ভর্তি হন ঢাকা কলেজে। ঢাকা কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র জমির আলী। এখানে পড়ার সময় জাতীয় ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত হন। হয়েছেন পাকিস্তান জাতীয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক।

১৯৬৬ সালে এমএ পাস করেন তিনি। পড়ালেখা শেষে মুসলিম লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৬৭ সালের ২৩ জানুয়ারি জাহানারা আক্তার ঝর্নার সাথে বিয়েবন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী যুগ্ম সচিব পদমর্যাদায় ২০০১ সালে অবসরে যান। ১৯৬৭ সালে পাকিস্তান মুসলিম লীগের অর্গানাইজার নিয়োগ হন। ১৯৮৪ সালে মুসলিম লীগের দলের মহাসচিব নির্বাচিত হন। হয়েছেন দলের সভাপতি।

১৯৮০ সালে দৈনিক কৃষাণের নির্বাহী সম্পাদক ছিলেন। ১৯৮৪ সালে সাপ্তাহিক ঝরনা প্রকাশ করেন এবং সম্পাদক ছিলেন। দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব ছিলেন।

মরহুম জমির আলী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইরাক, ইরান, আরব আমিরাত ও পাকিস্তানসহ বহু দেশ ভ্রমণ করেছেন। বহুভাষা রপ্ত করেছিলেন তিনি। অনেক ভাষায় কথা বলতে পারতেন, সুসংগঠক ও স্পষ্টভাষী ছিলেন।

সদা হাস্যউজ্জল মানুষটি ২০০৪ সালের ২৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।