৩য় বারের মতো রামগতি বিআরডিবি ‘র চেয়ারম্যান হলেন শোয়াইব খন্দকার

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২২

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (বিআরডিবি) দ্বি—বার্ষিক নির্বাচনে ৩য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন শোয়াইব হোসেন খন্দকার। এ নিয়ে একটানা তিন মেয়াদে তিনি এ পদে আসীন হলেন।

১০ মার্চ, বৃহস্পতিবার উপজেলার সমবায় চত্ত্বরের বিআরডিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ার প্রতীকে শোয়াইব হোসেন খন্দকার পেয়েছেন ৯৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে সাইফ উদ্দিন বাবু ছাতা মার্কঅ প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট।

উল্লেখ্য, ১৪৯ টি সমবায় সমিতির সিদ্ধান্ত মোতাবেক একজন করে সদস্য সমিতির পক্ষে নির্ধারিত প্রতিনিধি হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ১৪৯ ভোটারের মধ্যে ১৩৪জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: জামাল হোসেন পাটোয়ারী বলেন, রামগতি উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৫ ই জানুয়ারি নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা করেন তিনি, ওই ঘোষণা অনুযায়ী গতকাল ১০ ই মার্চ ভোট গ্রহনের দিন ধার্য ছিল।

শোয়াইব হোসেন খন্দকার উপজেলা যুবলীগের যুগ্ম—আহবায়ক। সমাজবিজ্ঞান বিষয়ে (সম্মান) এবং একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্নের পাশাপাশি এছাড়াও তিনি আইন বিষয়েও স্নাতক ডিগ্রী লাভ করেছেন। তিনি বেশ কয়েকটি সাংষ্কৃতিক এবং সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে। তাঁর এ বিজয়ে বিভিন্ন সংগঠন এবং গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন।