রামগতির বড়খেরীতে নির্বাচনঃ চেয়ারম্যান পদে ৫জন!

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২২

দেশালোক:
আগামী ২৭ জুলাই ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে অনুষ্ঠিত হবে রামগতি উপজেলার ৮নং বড়খেরী ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ৫ প্রতিদ্বন্ধী। তারা হলেন সাবেক দু চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মো: হাসান মাকসুদ মিজান এবং স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুনীর চৌধুরী শামীম। এছাড়াও প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য মো: আবদুল্যাহ আল মামুনের ভাতিজা মো: মিরাজ, মুনীর চৌধুরীর সহধর্মিনী নাসরিন চৌধুরী মুনা এবং আবদুল খালেক মাসুদ।

এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১৩৬১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮৫৯ এবং মহিলা ভোটার ৫৫০২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা: ৯টি। মোট ভোট কক্ষ ৩৩, অস্থায়ী ভোট কেন্দ্র ১টি।

৯টি ভোট কেন্দ্র হচ্ছে- ১নং ওয়ার্ড মৌলভী আবদুল আজিজ জামে মসজিদ সংলগ্ন খোলা মাঠ (অস্থায়ী ভোটকেন্দ্র)-ভোটার সংখ্যা ৬৬৮, ২নং ওয়ার্ড রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- ভোটার সংখ্যা ১০১৩, ৩নং ওয়ার্ড রামগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়-ভোটার সংখ্যা-৮৫০, ৪নং ওয়ার্ড মাহমুদা বেগম জুনিয়র উচ্চ বিদ্যালয়-ভোটার সংখ্যা ২০৬০, ৫নং ওয়ার্ড উত্তর বড়খেরী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মুন্সির হাট)-ভোটার সংখ্যা ১৩৬০, ৬নং ওয়ার্ড দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-ভোটার সংখ্যা ১৬০২, ৭নং ওয়ার্ড হাজিপাড়া জবিয়ল হক হাফেজিয়া মাদ্রাসা-ভোটার সংখ্যা ১০২৫, ৮নং ওয়ার্ড রামগতি মডেল স্কুল-ভোটার সংখ্যা-১৪৯৮ এবং ৯নং ওয়ার্ড রামগতি রাব্বানীয়া সিনিয়র মাদ্রাসা-ভোটার সংখ্যা ১২৮৫জন।

বড়খেরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩৩জন এবং সংরক্ষিত সদস্যের তিন পদে ১৫জন প্রার্থী হচ্ছেন।