রামগতির বড়খেরীতে নৌকার মাঝি মিজান, আবদুল্যাহ’তে কামাল

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলাধীন দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী নির্ধারন করা হয়েছে। ১নং চর আবদুল্যাহ ইউনিয়নে মো: কামাল উদ্দিন এবং ৮নং বড়খেরীতে মো: হাসান মাকসুদ (মিজান) দলীয় মনোনয়ন পান।

২৬ জুন (রোববার) বাংলাদেশ আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে।
চর আবদুল্যাহতে সরকার দলীয় প্রার্থী হিসেবে মো: কামাল উদ্দিন দ্বিতীয়বারের মতো নৌকা প্রতিক পেতে যাচ্ছেন। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। অন্যদিকে তরম্নন ও জনদরদী চেয়ারম্যান হিসেবে জনপ্রিয়তা অর্জনকারী হাসান মাকসুদ মিজানও দ্বিতীয়বারের মতো নৌকা প্রতিকে নির্বাচন করবেন। তিনিও বড়খেরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

এর আগে তৃনমূল আওয়ামীলীগের ভোটাভুটিতে দুজনই বিপুল ভোটে দলীয় মনোনয়ন পাওয়ার তালিকায় প্রথম হয়েছে। কেন্দ্রিয় নির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামীলীগ প্রতি ইউনিয়নে তিনজনের নাম কেন্দ্রিয় মনোনয়ন বোর্ডে পাঠিয়েছেন বলে জানা গেছে।

উলেস্নখ্য, আগামী ২৭ জুলাই এ দুটি ইউনিয়নে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।