১৯ বছর পর রামগতি আ.লীগের কাউন্সিল: দু পদে ২৫ প্রার্থী!

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২

দেশালোক:
২০০৩ সালের অক্টেবরে অবিভক্ত রামগতি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন বছর মেয়াদি সে কমিটির বয়স এখন উনিশ বছর! ইতিমধ্যে সে কমিটির ৬৭ জনের মধ্যে সভাপতি-সহসভাপতিসহ ২১ জন মারা গেছেন! তৎকালীন সভাপতি অধ্যক্ষ গোলাম মাওলা চৌধুরী মারা যায় ২০১৭ সালে। গত ছয় বছর ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ।

গত ষোল বছরে সম্মেলনের তারিখ পিছিয়েছে ১৩বার। তার মধ্যে এ বছরই চার বার। বহুল আলোচিত লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আওয়ামীলীগের সে সম্মেলন ১০ অক্টেবর সোমবার। সম্মেলনে প্রতিটি ইউনিয়ন কমিটির ৩১, উপজেলা কমিটির ৫৫, বিশেষ ১৫জনসহ ২৪৯জন কাউন্সিলর তাদের ভোটের মাধ্যমে আগামীর নেতৃত্ব নির্বাচিত করবেন।

এর মধ্যে সভাপতি পদে ৮ এবং সাধারন সম্পাদক পদে ১৬জন প্রতিদ্বন্ধিতা করছেন। সভাপতি পদে- ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, সহসভাপতি ড. আশরাফ আলী চৌধুরী সারু, ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারন সম্পাদক নাহিদ ফরিদা মুনমুন, সাবেক ছাত্রলীগ নেতা হাসান মোরশেদ, এ্যাডভোকেট নারায়ন চন্দ্র ভক্ত, বাবু কনক চন্দ্র দাসসহ ৮জন প্রতিদ্বন্ধিতা করছেন। ০৯ অক্টেবর রোববার বিকেলে সাধারন সম্পাদক প্রার্থী হিসেবে ঘোষণা দেন উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন (ভিপি হেলাল)।

সাধারন সম্পাদক পদে যারা প্রতিদ্বন্ধিতা করছেন- জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু নাসের, সহ-সাধারন সম্পাদক ও চরআলগী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য ও চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান বাবু, কেন্দ্রীয় উপকমিটির সদস্য আবদুজ্জাহের সাজু, সাবেক ছাত্রনেতা মজিবুল করিম বিপ্লব, ভূমিহীন নেতা মরহুম আজাদ উদ্দিন চৌধুরীর ছেলে আরিফ চৌধুরী, জেলা কৃষকলীগের সহসভাপতি সাইফুল ইসলামসহ ১৬জন।

সম্মেলন স্থল আসম আবদুর রব সরকারি কলেজ মাঠসহ পুরো উপজেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। সম্মেলন ঘিরে রং-বেরংয়ের ব্যানার-পেস্টুনে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও রাস্তার দু পাশ। সভাপতি প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল ওয়াহেদ বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতা-কর্মীরা বেশ উজ্জীবিত। সিংহভাগ কাউন্সিলরদের প্রত্যক্ষ সমর্থন নিয়েই সভাপতি পদে বিজয়ী হব বলে আশাবাদী। সভাপতি প্রার্থী আবদুল ওয়াহেদ মুরাদ বলেন, উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়েই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।