ছড়া: ঘুষ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২
ঘুষ
মোঃ সালাউদদীন সুজন
কি হবে আর পড়া লেখা করে
লজ্জায় আমি যাচ্ছি মরে,
সার্টিফিকেট আছে ঘরে পড়ে
মানবতা গেছে দেশ ছেড়ে।
ঘুষ ছাড়া চাকুরী হয়না
হয়না কোন কাজ,
এমন দেশে জন্ম নিয়ে
 লজ্জায় মরি আজ।
ছোট্ট একটা চাকুরীর জন্য
লাখ টাকা  চাই ঘুষ,
এমন কথা শোনার পর
 থাকে কি আর হুঁশ।
টাকা পয়সা আছে যার
পড়া লেখা লাগেনা তার,
বেশি টাকা ঘুষ দিয়ে
জয়েনিং লেটার যায় নিয়ে।
এই ভাবে চলে যদি
মানুষের দিন-কাল,
কে ধরবে ভবিষ্যতে
বাংলাদেশের হাল।
পড়া লেখা করে আমি
করবো একটা চাকুরী,
চাকুরীর জন্য ঘরের ভিটা
করতে হয় আজ বিক্রি।
বাপ দাদার একটা ভিটা ছিল
সেখানে হত ঠাঁই,
চাকুরীর আশায় বিক্রি করে
আমি অসহায়।
ঘুষ নিয়ে রাজপ্রাসাদে
করছে যারা বাস,
আল্লাহ্ তুমি করে দাও
তাদের সর্বনাশ।
–মো: সালাউদ্দিন সুজন,
প্রবাসী কবি ও ছড়াকার।