শিশু আয়ানের চিকিৎসা সহায়তায় রামগতিতে ফুটবল ম্যাচ: খেলবেন বিদেশী ফুটবলার

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩

দেশালোক:
হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেয়া ছয়মাস বয়সী শিশু আয়ানের চিকিৎসা সহায়তায় ফান্ড সংগহে রামগতিতে আগামীকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে এক প্রীতি ফুটবল ম্যাচ। এ প্রীতি ম্যাচে অংশ নেবে রামগতি উপজেলা ফুটবল একাদশ ও নোয়াখালী জেলা ফুটবল একাদশ। খেলাটি বিকেল তিনটায় উপজেলার রামদয়াল বাজারস্থ আবদুল হাদী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। দুটি টিমেই একাধিক বিদেশী ফুটবলার অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

চরআলগী ইউনিয়নের চরমেহার গ্রামের মো: লিপন এর ছয়মাস বয়সী শিশু সন্তান আয়ানের হার্টে একাধিক ছিদ্র ধরা পড়ে। দুরারোগ্য এ রোগের চিকিৎসা ব্যয় কয়েক লক্ষ টাকা। গত এ কয়েক মাসে পারিবারিক ভাবে শিশুটির চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দরিদ্র পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। স্বেচ্ছাসেবী সংগঠন রামগতি-কমলনগর অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ও আলোর দিশারী ব্লাড ব্যাংক শিশুটির চিকিৎসা সহায়তায় আর্থিক তহবিল গঠনে গত কয়েকদিন ধরে একাধিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ আয়োজন।
সাবেক জাতীয় ফুটবলার মো: আকবর হোসেন রিদন এর সহযোগিতায় অনুষ্ঠেয় এ ফুটবল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হতে সবার প্রতি আহবান জানান আয়োজকরা। খেলা দেখায় উপহার টোকেন হিসেবে নিতে হবে বিশ টাকা মূল্যের টিকিট। যা ব্যয় করা হবে আয়ানের চিকিৎসা সহায়তায়। ম্যাচ শুরুর আগ পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এমনকি ভ্রাম্যমান গাড়িতে পাওয়া যাবে এ উপহার টিকিট।

রামগতি-কমলনগর অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহসভাপতি মো: সোলাইমান শিবলু জানান, সম্পূর্ন মানবিক কারনে আমরা শিশু আয়ান এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। উপজেলাবাসী যেন আমাদের এ প্রচেষ্টায় শরিক হন।