রামগতিতে আলেকজান্ডার শিশু মেলা’র পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতিতে বার্ষিক পুরস্কার বিতরণ ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে আলেকজান্ডার শিশু মেলা একাডেমির (আমশা)।
শুক্রবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রামগতি ও কমলনগর উপজেলার সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও আমশার প্রধান পৃষ্ঠপোষক মোঃ মোশাররফ হোসেন।

সভাপতিত্ব করেন আমশার পরিচালক ও রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মুর্তজা আল আমিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, আমশার পরিচালক ও সহকারী রাজস্ব কর্মকর্তা যোবায়ের হোসেন তালুকদার, আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা ক্রীড়া সম্পাদক আবুল খায়ের মানিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন, আলেকজান্ডার শিশু মেলা একাডেমির নির্বাহী পরিচালক শ্রীবাস পাল, আলহেরা ফার্মেসির নির্বাহী পরিচালক ডা. মোঃ তসলিম উদ্দিন।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশ, আবৃত্তি, নৃত্য ও প্রতিযোগিতামুলক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগিদের হাতে পুরষ্কার তুলে দেন। উল্লেখ্য, উপজেলার শিশু-কিশোরদের সাংষ্কৃতির সাথে মেলবন্ধন তৈরি করতে ২০১৯ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। শুরু থেকেই সংগঠনটি শিল্প-সাহিত্যের বিভিণœ শাখায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।