বিদ্রোহী প্রার্থী হওয়ায় রামগতিতে আ’লীগ নেতাকে বহিষ্কার

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৩

দেশালোক:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ জানান, চরআলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। কিন্তু দলীয় এ সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনু বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। যে কারণে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা অনুযায়ী তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ এবং দল থেকে থেকে বহিষ্কার করা হয়েছে।