রামগতিতে দিশারাী জামে মসজিদের দৃষ্টিনন্দন ভবন নির্মান কাজের উদ্বোধন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মে ১০, ২০২৩

দেশালোক:
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৯নং ওয়ার্ডে দিশারী জামে মসজিদের দৃষ্টিনন্দন দ্বিতল ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
১০ মে বুধবার সকালে এর উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ব্যারিস্টার ইব্রাহিম খলিল সোহেল। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলন ও খতীব মাওলানা মো: আবদুর রহিম, মসজিদ পরিচালনা কমিটির আবদুল হান্নান, আবদুল হাকিম, আবদুজ জাহেরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, দিশারী জামে মসজিদ প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। তৎকালীন বেসরকারি উন্নয়ন সংস্থা দিশারী’র নামানুসারে এ মসজিদের নামকরন করা হয়। নির্মিতব্য নতুন মসজিদের দৈঘ্য ৫৫ফুট এবং প্রস্থ ৪৩ফুট। মসজিদটিতে একসাথে প্রায় ছয় শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। পুরো মসজিদ নির্মানে ব্যয় ধরা হয়েছে ষাট লক্ষ টাকা।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ব্যারিস্টার ইব্রাহিম খলিল সোহেল এবং সাধারন সম্পাদক নজরুল ইসলাম জানান, এলাকার সর্বস্তরের সাধারন মানুষের সমবেত সহায়তায় মসজিদের নির্মান কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর মসজিদ সবাইকে উপহার দিতে পারব। সবার সহযোগিতায় ভবিষ্যতে এটিকে আমরা একটি বহুমুখী কমপ্লেক্স হিসেবে গড়ে তুলব।