রামগতিতে এসএসসি ফলাফলে ভাই-বোনের জিপিএ-৫

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৩

দেশালোক:

শুক্রবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুরের রামগতিতে ভাই-বোন দুজনেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

উপজেলার চর বাদাম ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকার বাসিন্দা মো: কামাল উদ্দিন এবং খোদেজা বেগম দম্পতির যমজ সন্তান রাহাতুল ইসলাম সবুজ এবং সাবরিনা জাহান শিমু এমন কৃতিত্ব অর্জন করেছে। তারা উভয়েই স্থানীয় রাস্তারহাট হাজী এগফুর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। এর আগে এ দুই ভাই-বোন প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং জেএসসি পরীক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

শিক্ষক বাবার কৃতি এ দু সন্তানের মধ্যে সবুজ ভবিষ্যতে কম্পিউটার প্রকৌশলী এবং শিমু ডাক্তার হতে চায়। শিক্ষা জীবনের শুরু থেকে এ দুজন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা-জেলা এবং বিভাগীয় পর্যায়ে একাধিক সফলতা অর্জন করেছে। তারা সকলের কাছে দোয়াপ্রার্থী।