রামগতিতে এসএসসি ফলাফলে দুই ভাইয়ের জিপিএ-৫

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৩

দেশালোক:

সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুরের রামগতিতে দুই সহোদর জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে । এ দু কৃতি শিক্ষার্থী হলেন স্থানীয় চর আলেকজান্ডার ইউনিয়নের সেবাগ্রামের পাটোয়ারী বাড়ির মো: হুমায়ুন কবির এবং মেহেরুন নেছা দম্পতির ছেলে তানভীর দিপু এবং মেহেরাজ অপু।

তারা উভয়েই আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন।

দিপু এবং অপু দুই ভাইয়েই ভবিষ্যতে সরকারি কর্মকর্তা হতে চান। তারা উভয়েই সকলের কাছে দোয়া চেয়েছেন। আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান জানান, এবার আমাদের বিদ্যালয় থেকে দুই ভাই দিপু এবং অপুসহ ছয় জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। আমরা সবার মঙ্গল কামনা করছি।