রামগতিতে মা’ ইলিশ রক্ষায় স্টেকহোল্ডার মতবিনিময় সভা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

দেশালোক:
লক্ষ্মীপুরের রামগতিতে মা ইলিশ রক্ষায় স্টেকহোল্ডার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (আজ) সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা টার্সফোর্স সভাপতি এসএম শান্তনু চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক, রামগতি নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফেরদৌস আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সাংবাদিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মৎস্য সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা স্টেকহোল্ডারগন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন জানান ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ পালন উপলক্ষে ১২ অক্টোবর হতে ০২ নভেম্বর সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মৌজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ২ বছরের সশ্রম কারাদণ্ড ষথবা পাঁচ হাজার টাকা পর্যান্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

সমজাতীয় সংবাদ আরো পড়ুন: রামগতিতে চাহিদার চেয়েও ১১ হাজার মেট্রিক টন মাছ উদ্বৃত্ত