রামগতিতে জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪

যোবায়ের হাসান:

লক্ষ্মীপুরের রামগিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৮টায় উপজেলার চরআলগী ইউনিয়নের রামদয়াল বাজার নুরানি হাফেজিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চরআলগী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, সেক্রেটারি আলী মোতুর্জা, বেসিক পাওয়ার ইঞ্জিনিয়ার লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী জহির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন ৬নং চরআলগী ইউনিয়ন সভাপতি মাওলানা আবদুস সাত্তার। এ সময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য একইদিন বিকেলে ৭নং চররমিজ ইউনিয়নের বিবিরহাট বাজারেও জামায়াতের সহযোগি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।