রামগতি পৌরসভার প্রশাসক হলেন ইউএনও সৈয়দ আমজাদ হোসেন Sarwar Sarwar Miran প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪ সুরাইয়া আক্তার: গত ৫ আগস্ট আওয়ামীলীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে জনপ্রতিনিধিদের (উপজেলা চেয়ারম্যান, মেয়র এবং ইউপি চেয়ারম্যান) পদ বাতিল করে ১৮ আগস্ট একটি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এরই ধারাবাহিকতায় দেশের সব পৌরসভার মেয়র পদ বাতিলের পাশাপাশি লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকারী এম মেজবাহ উদ্দিনের পদ বাতিল হয়। এরপর স্থানীয় সরকারের ঐ একই আদেশে রামগতি পৌরসভার প্রসাশক হিসেবে দায়িত্ব পান লক্ষ্মীপুর জেলার এডিসি (শিক্ষা ও আইসিটি) জেপি দেওয়ান। পদোন্নতিজনিত কারনে জেপি দেওয়ানের বদলি হওয়ায় ২৩আগস্ট তাঁর স্থলাভিষিক্ত হন এডিসি (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা। পৌরসভার সাধারন নাগরিকদের সেবা বিঘ্নিত ও এডিসিরা যাবতীয় ব্যস্ততায় সময় দিতে না পারায় নির্বাহি এক আদেশে ১৮২টি পৌরসভার দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহি কর্মকর্তাগণকে। এ আদেশের ফলে রামগতি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পান উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন। ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে রামগতি পৌরসভা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী প্রশাসক সম্রাট খীসাকে বিদায়ী সংবর্ধনা এবং নতুন প্রশাসক হিসেবে সৈয়দ আমজাদ হোসেনকে বরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন এবং রামগতি পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এ সময় স্মারক হিসেবে পৌরসভা প্রাঙ্গনে একটি উচ্চ ফলনশীল নারকেল চারা রোপন করা হয়। উল্লেখ্য, উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ইতিমধ্যে উপজেলা পরিষদের প্রশাসক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। SHARES আইন আদালত বিষয়: