রামগতিতে দুই নব-মুসলিমকে সংবর্ধনা Sarwar Sarwar Miran প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪ মো: আশরাফ আলী: লক্ষ্মীপুরের রামগতিতে সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম হওয়া আব্দুল্লাহ ও আব্দুর রহমান নামের দুই বন্ধুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে চর আফজল আলী আহমদ ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা নব-মুসলিম হওয়া দু তরুনের হাতে বাংলায় অনুদিত আল-কোরআন ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন। মাদরসার পূর্বনির্ধারিত ফলাফল প্রকাশ ও প্রীতিভোজ অনুষ্ঠানে দাওয়াত দেন প্রতিষ্ঠান প্রধান তাওহীদ তারেক। নব মুসলিম আবদুর রহমান বলেন- “মানুষের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ জিনিস হল রূহ, শরীর ও আমল। রূহ্ আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর জন্য। শরীর পোকামাকড়ের জন্য, কীটপ্রতঙ্গ খাবে। আ’মল নিজের জন্য, নিজের সাথেই থাকবে। সুতরাং আপনারা আমল করুন”। “তিনি আরো বলেন- “২০০৭ সাল থেকে পড়াশোনা করেছি ইসলাম নিয়ে। পৃথিবীতে এমন কিছু নেই যে, ইসলামকে ভুল প্রমান করতে পারে। জেনে-বুঝে ইসলাম কবুল করেছি। এমন নয় যে ইসলামে এসেছি, আবার হারিয়ে যাবো। কেবল আল্লাহকে ভয় করেই শ্বাশত সত্যের পথে এসেছি। আজীবন এপথে থাকতে চাই”। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে ৯নং চরগাজী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজীরহাট রাস্তার মাথা (চরআফজল) এলাকার স্থায়ী বাসিন্দা অমর চন্দ্র ধুপির ছেলে রিপন চন্দ্র ধুপি এবং একই এলাকার বাবুল মজুমদারের ছেলে রিপন মজুমদার সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করেছেন। তাদেরকে কালেমা পড়ান স্থানীয় আলেম মাওলানা মনিরুল ইসলাম। এর আগে ৯ সেপ্টেম্বর নোয়াখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেড আদালতের মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে নিজেদের মুসলিম নামে এফিডেভিট করান। রিপন চন্দ্র ধুপির পরিবর্তিত নাম মো: আবদুল্যাহ এবং রিপন মজুমদারের পরিবর্তিত নাম মো: আবদুর রহমান। SHARES আইন আদালত বিষয়: