রামগতিতে জামায়াতের ইফতার মাহফিল: শিশুদের মাঝে পুরষ্কার বিতরন Sarwar Sarwar Miran প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫ মো: আশ্রাফ আলী: লক্ষ্মীপুরের রামগতিতে চর পোড়াগাছা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ (এগার রমজান) বিকেলে উপজেলার রাস্তারহাট মাজহারুল উলুম আলিম মাদ্রাসা মাঠে এ আয়োজন সম্পন্ন হয়। এতে ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াত ইসলামীর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মুসল্লী অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিশে শুরা সদস্য ডা. নূরউদ্দিন মাহমুদ, উপজেলা আমির মাওলানা আব্দুর রহিম, সাবেক উপজেলা আমির মাস্টার হাফিজ আহাম্মদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি একরামুল হক, রামগতি উত্তর সাংগঠনিক থানা শাখা ছাত্রশিবির সভাপতি শাকিব মীর সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন- ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোন অরাজকতা, লুটপাট, ধর্ষণ ও চাঁদাবাজি থাকবে না। চর পোড়াগাছা ইউনিয়ন আমির আব্বাস উদ্দিন মহসিনের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল হান্নানের সঞ্চালনায় মাহফিলে আলোচনা করেন সুবর্ণচর মডেল মসজিদের সাবেক খতিব মাওলানা ক্বারী আব্দুল মান্নান, বান্দেরহাট বাজার মসজিদের খতিব মাওলানা আতাউর রহমান প্রমূখ। উক্ত অনুষ্ঠানে ৪০দিন জামায়াতে নামাজ আদায়কারী বেশ কয়েকজন শিশুকে পুরস্কৃত করা হয়। SHARES উপকূল বিষয়: